১৫ আগস্ট আফগানিস্তান দখল নিয়েছে তালিবান। তারপর থেকেই তালিবানদের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে আফগানিদের। চলছে অকথ্য অত্যাচার। সেই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কেউ আটকে থাকলে সরাসরি যেন সরকারকে জানানো হয়। বিশেষ পদক্ষেপ নিয়েছে নবান্ন।

আরও পড়ুন- খরচ কমবে জ্বালানির, পরিবেশ বান্ধব সিএনজি-ডিজেল ডুয়েল বাসের উদ্বোধনে ফিরহাদ
তালিবানদের অত্যাচারে প্লেনের বাইরে ঝুলে হলেও সে দেশ ছাড়তে চাইছেন সকলে। কোনও বিমান দেখলেই তাতে ভিড় করে কোনও মতে প্রাণে বাঁচতে চাইছেন তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্যের কেউ আটকে থাকলে তাঁকে ফেরাবার ব্যবস্থা করতে উদগ্রীব নবান্ন। সব জেলার বিডিও – এসডিও দের নির্দেশ দেওয়া হয়েছে কোনও রাজ্যবাসীর আটকে থাকার খবর পেলেই দ্রুত প্রশাসনকে জানতে। যাতে সেই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দ্রুত তাঁদের নিরপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা যায়।
