পেগাসাস নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

Supreme Court

ফোনে আড়ি পাতা নিয়ে তদন্ত কমিশন গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ সেই তদন্ত কমিশন বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত৷
প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠিয়েছে৷ প্রধান বিচারপতি জানান, পেগাসাস নিয়ে মূল মামলার সঙ্গেই এটি শোনা হবে৷ আগামী ২৫ অগস্ট এই মামলার শুনানি হবে৷ প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু৷

আরও পড়ুন- অভিষেকসহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের
গত মাসে দিল্লি যাওয়ার আগে পেগাসাস নিয়ে তদন্ত কমিশন তৈরির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর এবং কলকাতা হাইকোর্টের . অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতিমর্য় ভট্টাচার্য রয়েছেন তদন্ত কমিশনের দায়িত্বে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিধানসভা ভোটের সময় প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ফোনেও নজরদারি চালানো হয়েছিল৷ তার পরই তদন্ত কমিশন গঠন করেন তিনি৷

advt 19

 

Previous articleঅভিষেকসহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের
Next articleমানবিক মারিয়া আন্দ্রেচিক, শিশুর চিকিৎসার জন‍্য অলিম্পিক্সের পদক নিলামে তুললেন তিনি