এই দৃশ্যকে ভয়াবহ বললেও বোধহয় কম বলা হবে। গোলা বন্দুকের জোরে আফগানিস্তানের(Afghanistan) দখল নেওয়া তালিবানের(Taliban) আতঙ্কে রীতিমতো তটস্থ সেখানকার মানুষ। সম্প্রতি সেই বীভৎস ছবি ধরা পড়ল কাবুল বিমানবন্দরে(Kabul Airport)। যা চোখে জল এনে দিয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনীরও। তালিবানের হামলায় যেকোনো সময় মৃত্যু ঘটতে পারে, তাই সন্তান যাতে নিরাপদে থাকে সেদিকে খেয়াল রেখে কাঁটাতারের ওপর দিয়ে শিশুকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা। আর্ত চিৎকার করে বলছেন আমার সন্তানকে অন্তত আপনারা বাঁচান!

জঙ্গি গোষ্ঠীর দখলে চলে যাওয়া আফগানিস্তান থেকে কিছু মানুষ পালিয়ে যেতে সক্ষম হলেও বেশিরভাগেরই ভাগ্যে সে সুযোগ জোটেনি। বিমানবন্দরে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে বিমানবন্দরকে। তার বাইরেই ভিড় করে আছে সাধারন মানুষ। নিজেরা পালাতে না পারলেও সন্তান যাতে সুস্থ থাকে তার জন্য ভিড়ের মধ্য থেকেই মাঝে মাঝে সন্তানকে ছুড়ে বিমানবন্দরে ফেলছেন মায়েরা। চিৎকার করে বলছেন ওই সন্তানকে কেউ যেন নিরাপদে অন্য দেশে নিয়ে গিয়ে রাখে। হৃদয়বিদারক এই ঘটনার কথা বলতে গিয়েই সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেললেন এক ব্রিটিশ সেনা আধিকারিক।

আরও পড়ুন:আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ : বিদেশমন্ত্রী

সংবাদমাধ্যমের সামনে ওই আধিকারিক বলেন, “সকালে দায়িত্বে থাকা কালিন কাঁটাতারের ওপর থেকে সন্তানদের ছুঁড়ে ফেলতে দেখেছি। রাতে ফিরে পরিবারের কথা মনে পড়ছে। বিশ্বাস করবেন না কিন্তু আমি দেখেছি কারো সন্তান ঐ কাঁটাতারে আটকে গিয়ে ঝুলছে এ দৃশ্য কোনদিন ভুলতে পারবো না।” যদিও শিশুদের উদ্ধারের বিষয়ে আমেরিকার তরফের জানিয়ে দেওয়া হয়েছে আর কোনরকম সাহায্য করা সম্ভব নয়। দিনরাত বিমানবন্দর চত্বরে আর্ত মানুষের চিৎকার ও হাহাকার অন্য সমস্ত শব্দকে ঢেকে দিয়েছে।

