Tuesday, August 26, 2025

সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, কাঁটাতারের ওপারে চোখে জল সেনার

Date:

এই দৃশ্যকে ভয়াবহ বললেও বোধহয় কম বলা হবে। গোলা বন্দুকের জোরে আফগানিস্তানের(Afghanistan) দখল নেওয়া তালিবানের(Taliban) আতঙ্কে রীতিমতো তটস্থ সেখানকার মানুষ। সম্প্রতি সেই বীভৎস ছবি ধরা পড়ল কাবুল বিমানবন্দরে(Kabul Airport)। যা চোখে জল এনে দিয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনীরও। তালিবানের হামলায় যেকোনো সময় মৃত্যু ঘটতে পারে, তাই সন্তান যাতে নিরাপদে থাকে সেদিকে খেয়াল রেখে কাঁটাতারের ওপর দিয়ে শিশুকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা। আর্ত চিৎকার করে বলছেন আমার সন্তানকে অন্তত আপনারা বাঁচান!

জঙ্গি গোষ্ঠীর দখলে চলে যাওয়া আফগানিস্তান থেকে কিছু মানুষ পালিয়ে যেতে সক্ষম হলেও বেশিরভাগেরই ভাগ্যে সে সুযোগ জোটেনি। বিমানবন্দরে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে বিমানবন্দরকে। তার বাইরেই ভিড় করে আছে সাধারন মানুষ। নিজেরা পালাতে না পারলেও সন্তান যাতে সুস্থ থাকে তার জন্য ভিড়ের মধ্য থেকেই মাঝে মাঝে সন্তানকে ছুড়ে বিমানবন্দরে ফেলছেন মায়েরা। চিৎকার করে বলছেন ওই সন্তানকে কেউ যেন নিরাপদে অন্য দেশে নিয়ে গিয়ে রাখে। হৃদয়বিদারক এই ঘটনার কথা বলতে গিয়েই সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেললেন এক ব্রিটিশ সেনা আধিকারিক।

আরও পড়ুন:আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ : বিদেশমন্ত্রী

সংবাদমাধ্যমের সামনে ওই আধিকারিক বলেন, “সকালে দায়িত্বে থাকা কালিন কাঁটাতারের ওপর থেকে সন্তানদের ছুঁড়ে ফেলতে দেখেছি। রাতে ফিরে পরিবারের কথা মনে পড়ছে। বিশ্বাস করবেন না কিন্তু আমি দেখেছি কারো সন্তান ঐ কাঁটাতারে আটকে গিয়ে ঝুলছে এ দৃশ্য কোনদিন ভুলতে পারবো না।” যদিও শিশুদের উদ্ধারের বিষয়ে আমেরিকার তরফের জানিয়ে দেওয়া হয়েছে আর কোনরকম সাহায্য করা সম্ভব নয়। দিনরাত বিমানবন্দর চত্বরে আর্ত মানুষের চিৎকার ও হাহাকার অন্য সমস্ত শব্দকে ঢেকে দিয়েছে।

 

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version