আসন্ন টি-২০ বিশ্বকাপের ( T-20 World cup)জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া( Australia)। ১৫ জনের দলে ফিরেছেন অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স। প্রথমবার অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছন জশ ইংলিশ। বাংলাদেশের কাছে লজ্জার হারের পর টি-২০ বিশ্বকাপের আগে দল গোছাতে ব্যস্ত অজিরা। তাই তো দল ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া(Cricket Australia)। দলে অভিজ্ঞ ক্রিকেটার নেওয়া হয়েছে বলে জানান হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে।

এদিন দল ঘোষণার করার পর অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক বলেন, “আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা রয়েছে। তাদের অভিজ্ঞতা ও ভূমিকার কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছে। আশা করি তারা সেরা টি-২০ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। সাফল্য পাবে।”

Our Australian men's squad for the ICC Men’s #T20WorldCup! 🇦🇺
More from Chair of Selectors, George Bailey: https://t.co/CAQZ4BoSH5 pic.twitter.com/aqGDXZu0t9
— Cricket Australia (@CricketAus) August 19, 2021
আরও পড়ুন:নিলামে মেসির চোখের জল মোছা রুমাল, দাম ৭ কোটি ৪৪ লক্ষ
