Tuesday, December 9, 2025

ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে ভারতীয় রেল!

Date:

Share post:

এই মুহূর্তে হাওড়া থেকে মুম্বই যেতে ১৫ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে হাওড়া থেকে দিল্লি যেতে ১৭ ঘণ্টা সময় লাগে।আবার সেদিনই দিল্লি থেকে ট্রেন ধরে পরের দিন ১২ ঘণ্টার মধ্যে ফিরে এলেন। হ্যাঁ, এরকমই দ্রুত গতিতে ট্রেন পরিষেবা দেবে ভারতীয় রেল। দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়া রুটের ট্রেনে ১২ ঘণ্টার মধ্যে জার্নি টাইম রাখার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ২০২৪ সালের মধ্যেই তা বাস্তবায়িত হবে।
শীঘ্রই এ বিষয়ে কাজ শুরু হবে। দুটি রুটেই ট্রেনের গতি বাড়িয়ে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা করতে চাইছে রেল। বর্তমানে দিল্লি-হাওড়া রুটে ট্রেন ৮৫ কিমি এবং দিল্লি-মুম্বই রুটে ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলে।
তবে, এর জন্য রেললাইন এবং তার আশেপাশে কিছু পরিবর্তন করতে হবে।

রেলের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার জানালেন, ‘এত দ্রুতগতির ট্রেনের ক্ষেত্রে সেই ধরণের লাইন প্রয়োজন। যেখানে দরকার, সেখানে রেললাইনেখ পরিবর্তন আনা হবে। এছাড়া ট্রেনের উপরে থাকা বৈদ্যুতিক তারগুলিও পাল্টানো হবে। ‘এজন্য রুটের নির্দিষ্ট স্থানে লাইনের দুই পাশে দেওয়াল করে দেওয়া হবে। তাছাড়া থাকবে কড়া নজরদারি। বাড়ানো হবে লেভেল ক্রসিংয়ের সংখ্যা।

আরও পড়ুন- বুথভিত্তিক আবেদনপত্র দেওয়ার ব্যবস্থা : ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর ফর্ম তোলা নিয়ে জেলাশাসকদের পরামর্শ মুখ্যসচিবের
যাত্রীদের নিরাপত্তাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ‘ট্রেনের নিরাপত্তার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে। ট্র্যাক পরিদর্শন ও মেরামতের জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন এবং ক্যামেরা ব্যবহার করা হবে।’
প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৫,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে ভারতীয় রেল।

advt 19

 

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...