Sunday, August 24, 2025

টার্গেট ২০২৪: আগামিকাল ভার্চুয়াল বৈঠকে মমতা-সোনিয়াসহ বিরোধীরা

Date:

পাখির চোখ ২০২৪। দিল্লি সফরে গিয়ে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন সংসদের অধিবেশন শেষ হয়ে গেলে বিজেপি-বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলি নিজেদের মধ্যে কথা বলবে, বৈঠক করবে। সেইমতো, শুক্রবার অ-বিজেপি (Bjp) দলগুলি একসঙ্গে বৈঠক বসছে। মধ্যমণি অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে ভার্চুয়ালি। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ছাড়াও শরদ পাওয়ার (Sharad Power), অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য মোদি-বিরোধী নেতৃত্বের যোগ দেওয়ার কথা।

সংসদের অধিবেশন চলাকালীন উভয়পক্ষে পেগাসাস-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। সংসদে অনেক ক্ষেত্রে নেতৃত্বের দিয়েছে তৃণমূল। বেশ কয়েকবার নিজেদের মধ্যে বৈঠকও করেছেন বিরোধী নেতৃত্ব। সংসদের বাইরেও প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। কিছু বিষয়ে তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে, বিজেপি বিরোধিতায় বাকি দলগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে কোনও আপত্তি নেই। কোন দল নেতৃত্ব দেবে সেটা নিয়েও খুব একটা মাথাব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, তিনি কর্মী হয়ে কাজ করতে চান। এই অবস্থায় শুক্রবার দুপুরে বিরোধীদের ভার্চুয়াল বৈঠকে একসঙ্গে সবাই সিদ্ধান্ত নিতে পারেন কীভাবে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যায় এবং বিজেপির বিরোধিতায় একযোগে পথ চলা যায়। তবে এখুনি জোট ফর্মুলা চূড়ান্ত হয়ে যাবে এমনটা নাও হতে পারে। কিন্তু একসঙ্গে বাকিদের নিয়ে পথ চলা শুরু করা যেতেই পারে। এক্ষেত্রে অবশ্যই নজর কাড়বেন বাংলার মুখ্যমন্ত্রী। কোন ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে ২০২৪কে টার্গেট করে এগোতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে। আন্দোলনের হাতিয়ার কী হতে পারে? কোন পথে আন্দোলন হবে? কীভাবে এগোনো? হবে তা নিয়ে আলোচনা করবেন বিরোধীদলের নেতানেত্রীরা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন- সেদিকে নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- কুরেশির গলায় তালিবানের প্রশংসা, জঙ্গিগোষ্ঠীকে সমর্থন পাকিস্তানের!

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version