বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হঠাৎই মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন এসএসকেএম হাসপাতালে। সেখানে কিছুক্ষণ কাটানোর পর হাসপাতাল চত্বরেই সাংবাদিকেদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালগুলির পরিস্থিতির দিকে এবার থেকে তিনি নিজেই নজর রাখবেন। প্রতি বৃহস্পতিবার বিকেল ৪টেয় তিনি যাবেন এসএসকেএমে। সেখানে ঘণ্টাখানেক থাকবেন। সঙ্গে থাকবেন স্বাস্থ্যসচিবও। তাতে নজরদারির কাজ ভাল হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এই হাসপাতাল থেকেই সেই কাজ শুরু করতে চান তিনি।

আরও পড়ুন- সিবিআই দিল্লি থেকে তদন্তে? কলকাতায় নগরপাল বদল?
