RSS প্রচারক অরবিন্দ মেননের বিয়ে, কটাক্ষ বিজেপির জয়ের

বাংলার দায়িত্বে থাকা আরএসএস প্রচারক অরবিন্দ মেনন বিয়ে করলেন কেরলে গিয়ে। তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। মূলত যাঁদের দায়িত্বে বিজেপি নির্বাচন করেছিল তার মধ্যে কৈলাস, শিবপ্রকাশের সঙ্গে ছিলেন এই অরবিন্দ। জয় তুলোধোনা করেছেন তাঁকে।

আরও পড়ুন- DW-র সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে খুন তালিবানের, নিখোঁজ আরও এক সাংবাদিক advt 19