আইপিএল দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু সিএসকের, শুক্রবার থেকে অনুশীলন শুরু মুম্বই ইন্ডিয়ান্সের

আইপিএল (Ipl)দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস( Chennai Super Kings)। ছয় দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলনে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনিরা( MS Dhoni)। জানা গিয়েছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ‍্যাকাডেমিতে অনুশীলনে নেমে ছিল সিএসকে।

এদিকে শুক্রবার পুল সেশনে সময় কাটাল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে তারা। সূত্রের খবর শেখ জায়েদ স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করবে নীতা আম্বানির দল। এদিকে শনিবার সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশে রওনা দেবে দিল্লি ক‍্যাপিটালস। জানা গিয়ে দিল্লিতে কোয়ারেন্টাইনে রয়েছে দলের অন‍্যান‍্য ক্রিকেটাররা। যদিও ইতিমধ্যেই আমিরশাহীতে পৌঁছে গেছেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়র।

আরও পড়ুন:রোহিতের ব‍্যাটিং-এ মুগ্ধ সচিন, বললেন পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেলে ধরেছে হিটম‍্যান