Monday, November 10, 2025

২০২৪-কে সামনে রেখে বিরোধী ঐক্যে সলতে পাকানো কাজটা এবারের দিল্লি সফরে গিয়ে করে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারপর থেকে কেন্দ্রের বিজেপি বিরোধী ঐক্যের ছবি বিভিন্ন সময় সামনে এসেছে। শুক্রবার, ফের বৈঠকে বসছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠক হবে ভার্চুয়ালি, বিকেল চারটেয়। বৈঠকে মমতা, সোনিয়া ছাড়াও শরদ পাওয়ার (Sharad Power), অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য মোদি-বিরোধী নেতৃত্বের যোগ দেওয়ার কথা।

আরও পড়ুন- ফের মালদার যোগবানি এক্সপ্রেস থেকে প্রায় ২৫০টি টিয়া পাখি উদ্ধার করল জিআরপি

দিল্লি সফরে গিয়ে তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেছিলেন সংসদের অধিবেশন শেষ হয়ে গেলে বিজেপি-বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলি নিজেদের মধ্যে কথা বলবে, বৈঠক করবে। সেইমতো, শুক্রবার অ-বিজেপি (Bjp) দলগুলি একসঙ্গে বৈঠক বসছে। মধ্যমণি অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী আগেই বলেছেন, তিনি কর্মী হয়ে কাজ করতে চান। এই অবস্থায় শুক্রবার বিকেলে বিরোধীদের ভার্চুয়াল বৈঠকে একসঙ্গে সবাই সিদ্ধান্ত নিতে পারেন কীভাবে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যায় এবং বিজেপির বিরোধিতায় একযোগে পথ চলা যায়। তবে এখুনি জোট ফর্মুলা চূড়ান্ত হয়ে যাবে এমনটা নাও হতে পারে। কিন্তু একসঙ্গে বাকিদের নিয়ে পথ চলা শুরু করা যেতেই পারে। এক্ষেত্রে অবশ্যই নজর কাড়বেন বাংলার মুখ্যমন্ত্রী। কোন ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে ২০২৪কে টার্গেট করে এগোতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে। আন্দোলনের হাতিয়ার কী হতে পারে? কোন পথে আন্দোলন হবে? কীভাবে এগোনো? হবে তা নিয়ে আলোচনা করবেন বিরোধীদলের নেতানেত্রীরা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন- সেদিকে নজর রাজনৈতিক মহলের।

 

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version