Saturday, August 23, 2025

জয়িতা মৌলিক

দু’দিন আগেই তো বললেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে এসেছেন। শেষ চালটা যমরাজ কেন জিততে দিলেন পিলুদা? আপনার সঙ্গে পরিচয় বহুদিনের। আপনার গান আর ফেসবুকে (Facebook) মাধ্যমের। তবু মেসেঞ্জারে টুকরো কথা আর দিনবদলের স্বপ্ন- এই অসম বন্ধুত্বটা বেশ জমিয়ে দিয়েছিল। কারণটা অবশ্যই আপনি আর আপনার প্রাণখোলা কথা। স্পষ্ট দৃষ্টিভঙ্গিতে সোজা কথা, সোজা ভাবে বলা। অনেক সময় হয়তো জানতেন ও যে উল্টোদিকের মানুষটা আপনার এই কথাটা ভালোভাবে নেবে না। কিন্তু তাও আপনি বলতেন।

অনেকে আপনার ভাষার অসংযমের কথা বলছে আজ স্মৃতিকথায়। সেটা অবশ্য আমার সামনে কখনো প্রকাশ পায়নি। সে বিষয়ে শিষ্টাচার বজায় ছিল বরাবর। বাড়তি পাওনা ছিল আপনার হাত থেকে পাওয়া ‘Durga Dalil’ বইটি। যে বইতে আমারও লেখা প্রকাশিত হয়েছিল। বই প্রকাশের সেই অনুষ্ঠানের সেদিন উপস্থিত ছিলেন অনেক মহারথী। তবুও আপনার হাত থেকে বইটা পেয়ে দারুণ আনন্দ হয়েছিল। সেকথা সবার সামনে আপনাকে বলেছিলাম। শুনেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একরাশ হেসে বলেছিলেন, “একজন সুন্দরীর কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট মনে রাখার মতো”। এটাই পিলু ভট্টাচার্য (Pilu Bhattacharya)। যিনি সবার সামনে জিজ্ঞাসা করতে পারেন, “মেসেঞ্জারে (Message) তোমায় কোনওদিন খারাপ কথা বলিনি বলো?” না, কখনো বলেননি। আপনি সেরকম মানুষ ছিলেন না পিলুদা। আপনি অমায়িক ছিলেন। আপনি জানতেন, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়। কথা ছিল কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে, একদিন আড্ডা হবে। অতিমারি কেটে যাবে। কিন্তু কথা তো আর রাখা হল না।

আরও পড়ুন- “উপরে ভগবান, নীচে মমতা”, গোষ্ঠ পালের জন্মবার্ষিকীতে ইস্টবেঙ্গলকে আশার বাণী ক্রীড়ামন্ত্রীর

এই প্রতিবাদী পরিস্থিতিতেও 13 জুন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের প্রযোজনায় আপনার পরিচালনায় ছবিতে এবং টিভি সিরিয়ালে রবীন্দ্রনাথের গান নিয়ে অনুষ্ঠান হয়েছে রিফ্লেকশন। দুঃস্থ শিল্পীদের পাশে থেকে তাঁদের ভ্যাকসিন দেওয়ানোর ব্যবস্থা করেছেন আপনি।

আপনার গানের ভক্ত অনেক। জাতীয় স্তরে তার স্বীকৃতিও মিলেছে। কিন্তু পাশাপাশি মানুষ পিলু ভট্টাচার্যের অনেক ভক্ত। এই ভরা ভাদরে, তাদের এভাবে কাঁদানোর কি খুব দরকার ছিল? আড্ডা-গান আর খাওয়া-দাওয়া- এই সিগনেচার নিয়ে পিলু ভট্টাচার্য বেঁচে থাকবেন সবার হৃদয়ে। আর আমার মনে থাকবেন পিলুদা।

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version