আফগানিস্তানে দাপট দেখাচ্ছে তালিবান। আফগানিস্তানের দখল এখন তালিবানের হাতে। এহেন পরিস্থিতিতে তালিবানদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ‘ধ্বংসাত্মক, সন্ত্রাসবাদী শক্তি কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারলেও তাদের অস্তিত্ব স্থায়ী হয় না’।

আরও পড়ুন: তিন দিন সম্পূর্ণ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে গোটা পৃথিবী!

শুক্রবার গুজরাটের সোমনাথ একাধিক প্রকল্প শিলান্যাসের পর প্রধানমন্ত্রী আরও বলেন, “কয়েক শতাব্দী ধরে সোমনাথ মন্দির বেশ কয়েকবার ভেঙে ফেলা হয়েছে৷ মন্দিরের ভাস্কর্যগুলি ভেঙে ফেলার চেষ্টা হয়েছে৷ সময়ের সঙ্গে সেই চেষ্টার বিরুদ্ধে জয় এসেছে৷ সময়ের পরীক্ষায় জিতে ঘুরে দাঁড়ানো গিয়েছে বারবার৷’’

আজকের অনুষ্ঠানে ভারতের পর্যটনের উন্নতি নিয়েও কথা বলেন মোদি। তাঁর কথায়, ২০১৩-তে ট্রাভেল এন্ড ট্যুরিজম কম্পেটিটিভেনেস ইনডেক্স তালিকায় ৬৫তম স্থানে ছিল ভারত। ২০১৯-এ ভারত ৩৪তম স্থানে ছিল।



আরও পড়ুন: ফের মালদার যোগবানি এক্সপ্রেস থেকে প্রায় ২৫০টি টিয়া পাখি উদ্ধার করল জিআরপি


তালিবানি শক্তি অল্প সময়ের জন্য হলেও আফগানিস্তানে পাকাপাকিভাবে টিকে থাকতে পারবে না বলে মনে করেন প্রধানমন্ত্রী৷ তিনি এদিন বলেন, ‘‘যে বাহিনী ধ্বংসের জন্য সংগ্রাম করে এবং যারা সাম্রাজ্য তৈরির আদর্শে অনুপ্রাণিত হয়, তারা কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে৷ কিন্তু তাদের অস্তিত্ব কখনও স্থায়ী হয় না৷ কারণ মানবতাকে চিরকাল ধরে দমন করে রাখা যায় না৷’’
