আফগানিস্তানের পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে পোস্ত!

আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য আপাতত ভারত এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক লেনদেন বন্ধ। ফলে ধাক্কা খেতে চলেছে পোস্তর বাজারও। বড় বাজারের ব্যবসায়ী ও রাজ্য টাস্ক ফোর্সের সূত্রে জানা গেছে,গোটা রাজ্য ও এদেশে যে পরিমাণ পোস্ত উৎপাদন হয় তা চাহিদার তুলনায় কম। ঘাটতিটা অনেকটাই মেটাতে আমাদের সাহায্য করত আফগানিস্তানের পোস্ত। যেটা তুরস্ক হয়ে মুম্বই এসে কলকাতায় বড়বাজারে পৌঁছতো। এরপর সেটা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ত।

আরও পড়ুন – কলকাতা থেকে অবশেষে বিদায় নন এসি মেট্রোর, স্থান হবে হাওড়া রেল মিউজিয়ামে

এই পোস্তকে ব্যবসায়ীরা তুর্কি পোস্ত বলেন । কিন্তু করোনার কারণে ২০১৯-এর শেষের দিক থেকেই এটা কম পরিমাণ আসতে থাকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা । যার ফলে ২০১৯-এর পর থেকেই বাজারে পোস্তর দাম বাড়তে থাকে। কারণ বাজারে আফগানিস্তানের পোস্তর কম জোগান। এই মুহূর্তে পোস্ত বিক্রি হচ্ছে ২ হাজার টাকা প্রতি কেজি। কয়েকদিনের মধ্যেই সেই চার বা পাঁচ হাজার টাকা বা আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে পোস্ত নাগালের বাইরে চলে যাবে।

advt 19