সাত পাকে বাঁধা পড়লেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা পেসার সন্দীপ শর্মা

সাত পাকে বাঁধা পড়লেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH)তারকা পেসার সন্দীপ শর্মা( Sandeep sharma)। দীর্ঘদিনের বান্ধবী তাশা সাত্যিকের সঙ্গে এদিন গাঁটছড়া বাঁধলেন তিনি।

২০১৮ সালেই তাশার সঙ্গে আংটি বদল করে ফেলেছিলেন সন্দীপ। শুক্রবার বিবাহিত জীবনের শুরু করলেন তারা।

এদিন সন্দীপের আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দরাবাদ শুভেচ্ছা জানায় নবদম্পতিকে। এদিন তারা টুইটারে নবদম্পতির ছবি পোস্ট করে লেখে, “সানরাইজার্স হায়দরাবাদ পরিবারে বিশেষ সংযোজন। শ্রীমান ও শ্রীমতি শর্মাকে অভিনন্দন। আজীবনের পার্টনারশিপের জন্য শুভেচ্ছা।”

আরও পড়ুন:ঘোষণা করা হল সাফ কাপের সূচি, প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ