Monday, August 25, 2025

বিজেপির অনুষ্ঠান এড়ালেন নেতা-বিধায়করা, সাংবাদিকদের উপর মেজাজ হারালেন শুভেন্দু

Date:

কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর নিজের এলাকায় ফিরতেই সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) জন্য একটি সম্বর্ধনার আয়োজন করেছিল বনগাঁ ( Bongao) বিজেপি (BJP)। সেখানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। যদিও এই অনুষ্ঠানে ছিলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার একাধিক নেতা ও জন প্রতিনিধি।

জানা গিয়েছে, আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে আসেননি সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব, বাগদার বিধায়ক (Bagdah MLA) তথা সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিশ্বজিৎ দাস (Biswajit Das), দলের বনগাঁ পৌর মণ্ডলের (উত্তর) সভাপতি শোভন বৈদ্য- সহ জেলা নেতৃত্বের অনেকেই। মূলত, ব্যক্তিগত কারণ দেখিয়েই অনুষ্ঠানে আসেননি তাঁরা।

আরও পড়ুন:নজরে কাবুল, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তান-লস্কর-জইশ- হক্কানি নিয়ে সতর্কবার্তা জয়শঙ্করের

এর আগে বনগাঁয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষদের কর্মসূচিতেও গরহাজির থেকেছেন এই নেতা-বিধায়কদের একটা বড় অংশ। অনুষ্ঠানের প্রধান দায়িত্বে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল।

সূত্রের খবর, দলবিরোধী কাজের অভিযোগে বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এই দেবদাস মণ্ডলকে নাকি সম্প্রতি শো-কজ করেছিলেন মনস্পতি। বিশ্বজিৎ দাস-মনস্পতিদের সঙ্গে শান্তনুর অনুগামীদের আড়াআড়ি বিভাজন আরও প্রকট হচ্ছে।

অন্যদিকে, নেতা-বিধায়কদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের মেজাজ হারান শুভেন্দু। তিনি বলেন, ‘‘এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এটা আমাদের কাজ। আমাদের দলের বিষয়।’’ সংশ্লিষ্ট মহলের দাবি একের পর এক জায়গায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে অনভিপ্রেত আচরণ করছেন শুভেন্দু। যা একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁকে মানায় না।

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version