Wednesday, January 14, 2026

গণসংগঠনকে জনমুখী করতে মরিয়া সিপিএমের ছাঁটাই, বিনিয়ন্ত্রণ আর বয়সসীমায় নজর

Date:

Share post:

কেন্দ্রীয় কমিটিতে ৭২ -এর বয়সসীমা বেঁধে দেওয়ার পর এবার গণসংগঠন ঢেলে সাজানোর সিদ্ধান্ত সিপিএমের। প্রথমেই যুব সংগঠন ডিওয়াইএফআই-এর বয়সসীমা ৪০ থেকে ৩৮ করার ভাবনা জোরদার হচ্ছে। সিদ্ধান্ত হবে যুব সম্মেলনে। ছাত্র ফ্রন্ট এসএফআইতেও পড়ুয়া ছাড়া অন্যদের জায়গা দেওয়া হবে না৷ এমনই সিদ্ধান্ত নিতে চলেছে দল।
পশ্চিমবঙ্গে জমি হারাতে হারাতে দেওয়ালে পিঠ ঠেকেছে সিপিএমের। একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে। যার ফলে বিধানসভা এবং লোকসভায় একজনও সদস্য নেই এই প্রথম। সে কথা মাথায় রেখে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম।
১. গণসংগঠনগুলির উপর নজরদারি থাকলেও অযাচিত নিয়ন্ত্রণ বন্ধ করা হবে।
২. রেড ভলান্টিয়াররা কোভিডে ভাল কাজ করেছেন। কিন্তু তাদের সিপিএম বানাতে গিয়ে বিপত্তি হয়েছে। অনেকেই সরে গিয়েছেন। এই ভুল শোধরাতে চাইছে দল।
৩. সংগঠনে যারা নিষ্ক্রিয় তাদের বাদ দেওয়া হবে। প্রায় ৬০% নিষ্ক্রিয়দের বাদ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
৪. সংগঠনে নতুন মুখ আনা হবে। সিপিএম সূত্রে খবর প্রায় ৫০-৬০% নতুন মুখ আনার চেষ্টা হচ্ছে।
৫. পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এমন মুখকেই সামনে আনা হবে।
সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলের মধ্যে তারুণ্যকে স্বাগত জানানো দলের মূলমূন্ত্র। দল পরিস্থিতি ও সম্ভাবনা বিচার করে সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, প্রত্যেকবারই সিপিএম এই সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত আলিমুদ্দিনই গণসংগঠনগুলিতে তথাকথিত শৃঙখলার শিকল পরিয়ে রাখে। সেখান থেকে মুক্ত হওয়া আদৌ কী সম্ভব? সিপিএমের বোধোদয় বড্ড দেরিতে হয়, বলছেন তাঁরাই।

advt 19

spot_img

Related articles

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...