Tuesday, November 11, 2025

গণসংগঠনকে জনমুখী করতে মরিয়া সিপিএমের ছাঁটাই, বিনিয়ন্ত্রণ আর বয়সসীমায় নজর

Date:

কেন্দ্রীয় কমিটিতে ৭২ -এর বয়সসীমা বেঁধে দেওয়ার পর এবার গণসংগঠন ঢেলে সাজানোর সিদ্ধান্ত সিপিএমের। প্রথমেই যুব সংগঠন ডিওয়াইএফআই-এর বয়সসীমা ৪০ থেকে ৩৮ করার ভাবনা জোরদার হচ্ছে। সিদ্ধান্ত হবে যুব সম্মেলনে। ছাত্র ফ্রন্ট এসএফআইতেও পড়ুয়া ছাড়া অন্যদের জায়গা দেওয়া হবে না৷ এমনই সিদ্ধান্ত নিতে চলেছে দল।
পশ্চিমবঙ্গে জমি হারাতে হারাতে দেওয়ালে পিঠ ঠেকেছে সিপিএমের। একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে। যার ফলে বিধানসভা এবং লোকসভায় একজনও সদস্য নেই এই প্রথম। সে কথা মাথায় রেখে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম।
১. গণসংগঠনগুলির উপর নজরদারি থাকলেও অযাচিত নিয়ন্ত্রণ বন্ধ করা হবে।
২. রেড ভলান্টিয়াররা কোভিডে ভাল কাজ করেছেন। কিন্তু তাদের সিপিএম বানাতে গিয়ে বিপত্তি হয়েছে। অনেকেই সরে গিয়েছেন। এই ভুল শোধরাতে চাইছে দল।
৩. সংগঠনে যারা নিষ্ক্রিয় তাদের বাদ দেওয়া হবে। প্রায় ৬০% নিষ্ক্রিয়দের বাদ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
৪. সংগঠনে নতুন মুখ আনা হবে। সিপিএম সূত্রে খবর প্রায় ৫০-৬০% নতুন মুখ আনার চেষ্টা হচ্ছে।
৫. পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এমন মুখকেই সামনে আনা হবে।
সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলের মধ্যে তারুণ্যকে স্বাগত জানানো দলের মূলমূন্ত্র। দল পরিস্থিতি ও সম্ভাবনা বিচার করে সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, প্রত্যেকবারই সিপিএম এই সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত আলিমুদ্দিনই গণসংগঠনগুলিতে তথাকথিত শৃঙখলার শিকল পরিয়ে রাখে। সেখান থেকে মুক্ত হওয়া আদৌ কী সম্ভব? সিপিএমের বোধোদয় বড্ড দেরিতে হয়, বলছেন তাঁরাই।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version