Saturday, August 23, 2025

মধ্যরাতে আফগানিস্তানে(Afghanistan) আটকে পড়া ৮৭ জনকে দেশে ফিরিয়ে এনেছিল এয়ার ইন্ডিয়ার(Air India) বিশেষ বিমান। রবিবার সকালে ফেরানো হলো আরো ১৬৭ জনকে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আরও প্রায় ৩০০ জনকে ফেরানো হবে আজ।

সরকারি সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ দুটি বিমান নয়াদিল্লিতে(New Delhi) অবতরণ করেন এই বিমানে ২ জন নেপালি সহ উপস্থিত ছিলেন ১৬৭ জন ভারতীয়। এখনো কাবুলিওয়ালার দেশে আটকে রয়েছেন হাজারের ওপর ভারতীয় তাদের মধ্যে ৩০০ জনকে রবিবার দেশে ফেরানো হবে। ধাপে ধাপে বাকি সকলকেই ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করা হয়েছে সরকারের তরফে। উল্লেখ্য, আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সে দেশে। দেশে ফিরে আসতেই মরিয়া সেখানকার সমস্ত বিদেশি নাগরিক। পাশাপাশি মৃত্যুর আশঙ্কায় তটস্থ সাধারণ আফগান বাসিন্দা।

আরও পড়ুন:স্বস্তি দিয়ে ফের কমল দেশের দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

প্রসঙ্গত, রবিবার ১.২০ নাগাদ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ”আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে! AI 1956 বিমান ৮৭ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। দুজন নেপালি নাগরিককেও সরিয়ে নিয়ে আসা হয়েছে।”তবে কাবুলের ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাবুল থেকে দোহায় পাঠান ১৩৫ জন ভারতীয়কে। সেখান থেকেই ভারতে পাঠান হচ্ছে তাদের।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version