Thursday, August 28, 2025

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প হাতে নিয়েছেন, দ্রুতগতিতে কাজ চলছে উন্নয়নের তা বানচাল করে দিতেই এবার বিজেপি রাজ্যভাগের উসকানির রাজনীতি শুরু করেছে। পাহাড়ের মানুষ বিজেপি-র এই হীন চক্রান্ত মেনে নিতে পারছেন না। ফলে ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

আরও পড়ুন-চন্দনার “দ্বিতীয় স্বামী” অসুস্থ হয়ে হাসপাতালে”! বিজেপির বিরুদ্ধে মানসিক চাপের অভিযোগ

প্রবল জনমত তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, উত্তরবঙ্গ বাংলারই অঙ্গ। এবং তিনিই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি বছরে অসংখ্যবার উত্তরের উন্নয়নের কাজ নিজে চোখে পরখ করতে আসেন এই উত্তরের মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলেই উত্তরে একাধিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, সেতু, রাস্তা, বাঁধ ও সেচব্যবস্থা-সহ অনেক পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশ কিছু  উন্নয়নের কাজ চলছেও। উত্তরের জনজাতিদের উন্নয়নের জন্য তিনি একাধিক উন্নয়ন বোর্ড গঠন করে, তাঁদের আর্থসামাজিক উন্নয়নে অর্থও  বরাদ্দ করেছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছেন সৌরভ চক্রবর্তীকে।

সৌরভ দায়িত্ব নেওয়ার পর পরই রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রক মহানন্দা অ্যাকশন প্ল্যানের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ করেছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বাড়াইক বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি  প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে বিজেপি-র বিচ্ছিন্নতাবাদী রাজনীতি ধুয়েমুছে সাফ হয়ে যাবে। উত্তরের মানুষ উন্নয়ন চায়, বঙ্গভঙ্গ নয়।’

আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূলের উপর বিজেপির আক্রমণের কড়া নিন্দা মানিকের

সেই কারণে যেখানে রাজ্য সরকার উন্নয়নের কথা বলছে, সেখানে বিজেপি পরাজিত হয়ে, ক্ষমতায় না এসে উসকানির রাজনীতি করছে এবং বিভাজনের তাস খেলতে চাইছে। কিন্তু বিজেপি-র এই বঙ্গভঙ্গের  ফাঁদে পা দিতে নারাজ সাধারণ মানুষ থেকে শুরু  করে বিজেপির কর্মীরাও। যার কারণে  তৈরি হয়েছে বিরুদ্ধ জনমত। এরই ফলস্বরূপ  উত্তরবঙ্গে চূড়ান্ত ফ্লপ হয়েছে বিজেপি-র শহিদ সম্মানযাত্রা।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version