Saturday, November 22, 2025

বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি, ক্ষোভে ফুঁসছে পাহাড়ের মানুষ

Date:

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প হাতে নিয়েছেন, দ্রুতগতিতে কাজ চলছে উন্নয়নের তা বানচাল করে দিতেই এবার বিজেপি রাজ্যভাগের উসকানির রাজনীতি শুরু করেছে। পাহাড়ের মানুষ বিজেপি-র এই হীন চক্রান্ত মেনে নিতে পারছেন না। ফলে ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

আরও পড়ুন-চন্দনার “দ্বিতীয় স্বামী” অসুস্থ হয়ে হাসপাতালে”! বিজেপির বিরুদ্ধে মানসিক চাপের অভিযোগ

প্রবল জনমত তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, উত্তরবঙ্গ বাংলারই অঙ্গ। এবং তিনিই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি বছরে অসংখ্যবার উত্তরের উন্নয়নের কাজ নিজে চোখে পরখ করতে আসেন এই উত্তরের মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলেই উত্তরে একাধিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, সেতু, রাস্তা, বাঁধ ও সেচব্যবস্থা-সহ অনেক পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশ কিছু  উন্নয়নের কাজ চলছেও। উত্তরের জনজাতিদের উন্নয়নের জন্য তিনি একাধিক উন্নয়ন বোর্ড গঠন করে, তাঁদের আর্থসামাজিক উন্নয়নে অর্থও  বরাদ্দ করেছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছেন সৌরভ চক্রবর্তীকে।

সৌরভ দায়িত্ব নেওয়ার পর পরই রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রক মহানন্দা অ্যাকশন প্ল্যানের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ করেছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বাড়াইক বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি  প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে বিজেপি-র বিচ্ছিন্নতাবাদী রাজনীতি ধুয়েমুছে সাফ হয়ে যাবে। উত্তরের মানুষ উন্নয়ন চায়, বঙ্গভঙ্গ নয়।’

আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূলের উপর বিজেপির আক্রমণের কড়া নিন্দা মানিকের

সেই কারণে যেখানে রাজ্য সরকার উন্নয়নের কথা বলছে, সেখানে বিজেপি পরাজিত হয়ে, ক্ষমতায় না এসে উসকানির রাজনীতি করছে এবং বিভাজনের তাস খেলতে চাইছে। কিন্তু বিজেপি-র এই বঙ্গভঙ্গের  ফাঁদে পা দিতে নারাজ সাধারণ মানুষ থেকে শুরু  করে বিজেপির কর্মীরাও। যার কারণে  তৈরি হয়েছে বিরুদ্ধ জনমত। এরই ফলস্বরূপ  উত্তরবঙ্গে চূড়ান্ত ফ্লপ হয়েছে বিজেপি-র শহিদ সম্মানযাত্রা।

 

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...
Exit mobile version