Tuesday, August 26, 2025

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের(TMC) পাখির চোখ এখন ত্রিপুরা। আর সেই ত্রিপুরাতে(Tripura) রবিবার সকালে সাড়ম্বরে রাখি উৎসব(Raksha Bandhan) পালন করল ঘাসফুল শিবির। এদিন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে একাধিক রাস্তায় ঘুরে ঘুরে পথচলতি মানুষের হাতে বাঁধা হলো রাখি। পাশাপাশি আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, রোগী ও তাদের পরিজনদের হাতেও রাখী বেঁধে দেন তৃণমূল কর্মীরা। এই কর্মসূচিতে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা থেকে যাওয়া যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরাও।

আরও পড়ুন:দেশ ছাড়ার হিড়িকে ফের বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে, মৃত ৭ আফগান

তৃণমূলের তরফে জানা গিয়েছে, ত্রিপুরাতে রাখি বন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন সাধারন মানুষ। রাখিতে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ত্রিপুরা রাজ্যের আট জেলা ও ৬০ বিধানসভা পালন করা হয় এই রাখিবন্ধন উৎসব। তৃণমূল নেতা আশিষলাল সিং জানান, রাখি বন্ধন একটা উৎসব। আমরা সকলের সাথেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি৷ দলকে লাগাতার কর্মসূচীর মধ্যে দিয়ে যেতে হবে। ছাত্র-যুবদের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। তাই সকলকে সাথে নিয়েই আমরা আজ আগরতলা সহ সর্বত্র রাখি বন্ধন উৎসব পালন করলাম।

উল্লেখ্য, ত্রিপুরার নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন একদিকে চলছে যোগদান, অন্যদিকে জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে দলের একাধিক নেতা-নেত্রী কলকাতা থেকে প্রতিদিন যাতায়াত করছেন ত্রিপুরায়। একাধিকবার আক্রান্ত হয়েছেন অনেকেই। এমনকী বাদ যায়নি দুই সাংসদ দোলা সেন, অপরুপা পোদ্দার।

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version