সিবিআইয়ের ৪ জয়েন্ট ডিরেক্টর আজ নিজামে বৈঠক করবেন

আজই কলকাতায় আসছেন সিবিআইয়ের ৪ জয়েন্ট ডিরেক্টর। নিজাম প্যালেসে তাঁরা বৈঠক করবেন। ভোট পরবর্তী অশান্তি নিয়ে তদন্ত শুরু করতে তাঁরা দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করবেন।

ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্ত নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। শাসক দলের স্পষ্ট কথা, যে কোনও তদন্তের মুখোমুখি হতে আপত্তি নেই। কারণ, এই হিংসায় তৃণমূল কর্মীরাই শহিদ হয়েছেন। বিজেপি দলীয় কোন্দলের জেরে মৃত্যুকেও রাজনৈতিক রঙ দিচ্ছে। কিন্তু কোর্টের নির্দেশে বহু জায়গা রয়েছে যা বিজেপির ক্ষেত্রে অস্বস্তির কারণ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এ সপ্তাহতেই সিবিআইয়ের চারটি দল বিভিন্ন এলাকায় সরেজমিনে তদন্তে যাবে বলে সূত্রের খবর। মূলত নজর দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে। চারটি দলে ২৫জন অফিসার রয়েছেন।

আরও পড়ুন:এবার সক্রিয় বাইডেন, আফগানিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত

 

Previous articleএবার সক্রিয় বাইডেন, আফগানিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত
Next articleভয় পেয়েছে! মানিকের তোপ বিজেপিকে, তৃণমূল বলল, বিজেপি-তালিবান সমার্থক