Monday, August 25, 2025

আফগানিস্তান নিয়ে বিশদে আলোচনায় উদ্যোগী মোদি, ডাকলেন সর্বদল বৈঠক

Date:

সব দলের নেতাদের আফগানিস্তানের (present conditions of afghanistan) পরিস্থিতি সম্পর্কে অবহিত করাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime Minister Narendra Modi)। বিদেশমন্ত্রককে তিনি এই বিষয়ে বিস্তারিতভাবে সব তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (external affairs Minister S jayshankar) টুইটে এ খবর জানিয়েছেন ‘বিদেশমন্ত্রককে সব রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সম্পর্কে তথ্য দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি।

তবে মোদীর এই উদ্যোগেও খুশি নন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, কেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এ ব্যাপারে জবাবদিহি করবেন প্রধানমন্ত্রী নিজে নয় কেন? কেন মোদী নিজে জানাবেন না? এ দিন বিদেশ মন্ত্রী জয়শঙ্করের টুইটের পরই একটি টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদীজি নিজে কেন কথা বলতে পারবেন না? নাকি কী জানেন না আফগানিস্তান কী হচ্ছে ?

 

এর আগে গত ১৭ অগাস্ট তালিবানের কাবুল দখলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছিলেন বসেছিলেন প্রধানমন্ত্রী । কী ভাবে আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো যায়, সেই বিষয়েই আলোচনা হয়েছিল ওই বৈঠকে। বিদেশ মন্ত্রকের তরফে বারবারই জানানো হয়েছে যে, ভারতীয়দের ফেরাতে সবরকমের চেষ্টা জারি রেখেছে কেন্দ্র, তবে সবটাই নির্ভর করছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতির ওপরে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছে আফগানিস্তান ফেরত সব ভারতীয়দের এবং আফগান বাসীদের বিনামূল্যে আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। দু’জনের শরীরে করোনা সংক্রমণের হদিশও মিলেছে। আফগানিস্তান ফেরত সকলকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এখনও অবধি চার দফায় বায়ুসেনার বিমানে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। তবে এখনও প্রায় এক হাজারের কাছাকাছি ভারতীয় কাবুলে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version