Tuesday, November 4, 2025

সম্পত্তি বিক্রি না করে অব্যবহৃত সম্পদকে ব্যবহার করে আয়ের উৎস খুঁজছে সরকার : নির্মলা

Date:

সরকার কোনও সম্পত্তি বিক্রি( Government Property) করবে না। কেবলমাত্র কম ব্যবহৃত প্রকল্পগুলো থেকে আয়ের বন্দোবস্ত করা হবে। অর্থনীতির বিকল্প উৎসগুলো খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সোমবার ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ (national monetisation pipeline) চালু করে এ কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (central finance minister nirmola sitharamam) এদিন অর্থমন্ত্রী বলেন , সরকারি প্রকল্প থেকেই আয় বাড়াতে নয়া উদ্যোগ নিল নরেন্দ্র মোদির (prime minister Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার । সোমবার ৬ লক্ষ কোটি টাকার বিশেষ উদ্যোগ ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ চালু করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা । তিনি বলেছেন, ব্যবহার কম হয় , পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে এমন সরকারি সম্পত্তি থেকে টাকা তোলার ব্যবস্থা করা হবে এই উদ্যোগে। তবে একই সঙ্গে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই উদ্যোগে কোনও সম্পত্তি বিক্রি করছে না কেন্দ্র সরকার। আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে চার বছরের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে আপাতত প্রথম দফায় রেল, সড়ক, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রের মোট ৬ লক্ষ কোটি টাকার সরকারি সম্পদকে কাজে লাগানো হবে মনিটাইজেশনের ক্ষেত্রে। বেসরকারি সংস্থাগুলিকে বিনিয়োগের আহ্বান জানানো হবে। তবে সবকিছুরই মালিকানা থাকবে কেন্দ্রের হাতে। এই উদ্যোগের ফলে সরকারের যে আয় হবে, তা দিয়ে ভবিষ্যতে রাস্তা সহ একাধিক নির্মাণ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, এই উদ্যোগের ফলে আরও একটি সুবিধা হবে। সেটি হল, যে সব সম্পদকে এই উদ্যোগে ব্যবহার করা হবে, সেগুলির রক্ষণাবেক্ষণের জন্য আলাদা করে সরকারি তহবিল থেকে কোনও টাকা খরচ করতে হবে না। বেসরকারি সংস্থাগুলোর লগ্নি করা অর্থে তা হয়ে যাবে । এই উদ্যোগে ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট ‘ তৈরি হবে। সেখানে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা বিনিয়োগ করতে পারবে। এর ফলে সাধারণের জন্য আরও প্রজেক্ট, যেমন রাস্তা, তৈরি সম্ভব হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version