Thursday, August 21, 2025

কোভিড পরিস্থিতি ভালো, দ্রুত নির্বাচন হোক: মমতা

Date:

Share post:

নিয়ম অনুযায়ী নির্বাচনের ছমাসের মধ্যেই করতে হয় উপনির্বাচন। সেই হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেও কেটে গিয়েছে প্রায় চারমাস। কিন্তু এখনও উপ নির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেন, নির্বাচন কমিশনের উপনির্বাচনের দিন ঘোষণা করা উচিত। করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে, এই পরিস্থিতিতে নির্বাচন করা ভালো বলে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন-বিজেপির যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে বাংলা বঞ্চিত, ক্ষোভ

এরাজ্যে ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে ভোট রয়েছে। নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায় বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। ভবানীপুরের জয়ী তৃণমূল প্রার্থীও বিধায়ক পদ ছেড়েছেন।  উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ফলে এই পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে। এর পাশাপাশি, নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট গ্রহণ স্থগিত ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। মুখ্যমন্ত্রী বলেন, “চার মাস হয়ে গেল এখনও ভোটের দিন ঘোষণা করল না নির্বাচন কমিশন (Election Commission)। এটা মানুষের
এটা গণতান্ত্রিক অধিকার।”

ইতিমধ্যেই কোভিড (Covid) পরিস্থিতিতে নির্বাচন বা উপনির্বাচন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মতামত কী? জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৫ রাজ্যের রাজনৈতিক দলগুলিকে এই চিঠি দেওয়া হয়েছে। ৩০ অগাস্টের মধ্যে উত্তর জানাতে হবে। তিনি বলেন, এখন রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। এই অবস্থায় ভোট করা গেলে সেটা ভালো হবে।

advt 19

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...