Wednesday, December 17, 2025

বাংলাজুড়ে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বেনজির উৎসাহ রাজ্যবাসীর৷ এবার শিবিরে আসা মহিলাদের ফর্মপূরণে সাহায্য করছেন স্থানীয় বিজেপি ও সিপিএম নেতা-কর্মীরা৷ শিবিরের কাছাকাছি আলাদা চেয়ার-টেবিল পেতে এই দুই দলের কর্মীরা রীতিমতো ব্যস্ত ফর্ম পূরণ করে দিতে৷ এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় এবং দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে৷ পানগড় বাজার জুনিয়র হাই স্কুলে বসেছে দুয়ারে সরকার শিবির৷

আরও পড়ুন-মমতার হাত ধরে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য, বলছে মোদি সরকারের রিপোর্ট কার্ড!

সেখানে স্থানীয় মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্মপূরণে স্কুলের পাশেই বসেছেন সিপিএমের কর্মীরা৷ মহিলাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন বাম নেতা-কর্মীরা। শিবিরে আসা এলাকার তৃণমূল শিবিরের বক্তব্য, ‘‘ভোটের সময় সিপিএম এই সব প্রকল্প নিয়ে তুমুল সমালোচনা করেছিল৷ এখন সম্বিত ফিরেছে৷’’ এই একই দৃশ্য দেখা গিয়েছে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডেও। মেদিনীপুর শহরের কর্নেলগোলায় নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে চলছে ওই শিবির। সেই শিবিরের বাইরে সাধারণ মানুষকে সাহায্য করতে সিপিএমের শাখা দফতরের বাইরে রয়েছেন সিপিএম নেতা-কর্মীরা। মহিলাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন বাম শিবিরের কর্মীরা।

আরও পড়ুন-তালিবান সরকারকে আন্তর্জাতিক দুনিয়ায় স্বীকৃতি দেওয়া উচিত নয়, মন্তব্য পপস্টার আরিয়ানা সইদের

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে দেখা গিয়েছে একই ছবি৷ কুলতলি কুণ্ডুখালি বিশ্বনাথ বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবিরের পাশে বসেছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা৷ ফর্মপূরণ করে দিতে তাঁরাও কাজে নেমেছেন৷ স্থানীয় বিজেপি-র বক্তব্য, ‘‘বিজেপি সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকে, এখানেও আছে।’’ এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল কটাক্ষের সুরে বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি জনস্বার্থযুক্ত, তা প্রমাণ হয়েছে সাধারণ মানুষের যোগদান দেখেই৷ বিজেপি এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ অস্তিত্ব রাখতে ওরা শিবিরে এসেছে।’’

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version