Tuesday, November 4, 2025

ইতিমধ্যেই নবান্নে ইস্টবেঙ্গলের( EadtBengal) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন‍্য চিঠি পাঠিয়ে দিয়েছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট(Shree cement)। যা নিয়ে বেশ ক্ষুব্ধও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ও( Mamata banerjee)। তবে এখনও আশাবাদী ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। বললেন, ইতিবাচক কিছু একটা হবে।

বিনিয়োগকারী সংস্থা, নবান্নে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানালেও, এখনও অবধি লগ্নিকারী সংস্থার থেকে স্পোর্টিং রাইটস কিংবা বিচ্ছেদের চিঠি পায়নি ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার বিকেলে এমনটাই জানালেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” আমার কাছে এখনও চিঠি আসেনি, বিকল্পের কথা কেন ভাবব! ওদের কাছে রাইটস আছে। যদি ওরা হাত তুলে দেয়, তখন আমরা বিকল্প নিয়ে ভাবব। যতক্ষণ না চিঠি আসছে, ততক্ষণ অবধি আমরা কিছু ভাবছি না। মুখ‍্যমন্ত্রীর কথা আমরা শুনেছি।”

তবে এতকিছুর মধ‍্যেও লাল-হলুদ সমর্থকদের জন‍্য আশ্বাসবানী দিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা। তিনি বলেন,” ইস্টবেঙ্গল সমর্থকরা আশাহত হবেন না। ইস্টবেঙ্গল ক্লাব কোনও দিন সমর্থকদের আশাহত করেনি। আমরা আশাবাদী কোনও না কোন পজেটিভ জিনিস হবে। হয়ত আমরা আইএসএল খেলব। সব কিছুর দিকে নজর রেখে এগোবো। ক্লাবের ভালো হয়, সেইভাবেই এগোবো। ”

তবে এখনও চুক্তিজট কাটার ইঙ্গিত মিলছে। লাল-হলুদের সঙ্কটে এবার হস্তক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি নবান্নতে বৈঠকে ডাকলেন ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট কর্তৃপক্ষকে।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের পাশ থেকে শ্রী সিমেন্টের সরে যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version