কেন্দ্রের নয়া নিয়মের প্রতিবাদ, একদিনের প্রতীকী ধর্মঘটে স্বর্ণ ব্যবসায়ীরা

হলমার্কের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করেছে কেন্দ্র। এর প্রতিবাদে সোমবার একদিনের প্রতীকী ধর্মঘটে স্বর্ণ ব্যবসায়ীরা। দেশের অন্যান্য অঞ্চলের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে প্রতীকী ধর্মঘটে সামিল এ রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীরাও। এর জেরে বৌবাজারে (Bowbazar) বন্ধ সোনার (Gold) দোকান।

আরও পড়ুন – স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা যাত্রী

সম্প্রতি হলমার্কের (Hallmark) ক্ষেত্রে কেন্দ্রের তরফে নয়া কিছু নিয়ম চালু হয়েছে। তাতে ব্যবহারিক ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীদের। কেন্দ্রের সঙ্গে আলোচনায় কোনও সমাধান মেলেনি। এর প্রতিবাদেই দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট নেমেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বিকেলে সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কলকাতার স্বর্ণ ব্যবসায়ী সংগঠন সূত্রে খবর।

advt 19

 

Previous articleপরিবর্ত ফুটবলার হিসেবে সিরি-এ’র নতুন মরশুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Next articleতদন্তে নেমে প্রথমেই বেলেঘাটায় সিবিআইয়ের তদন্তকারীরা