Wednesday, November 12, 2025

লাগাতার বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। এর মধ্যে আবার হাওয়া অফিস জানিয়েছে এখনই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। এদিকে মহানন্দার জলে ভেসে গিয়েছে মালদহের একাধিক এলাকা। পাশাপাশি দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, মেদিনীপুরের একাধিক এলাকা জলমগ্ন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ করছে প্রশাসন।

সোমবার সকাল থেকেই কলকাতায় ছিল আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। বির্পস্ত এলাকাগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে চলছে স্বাস্থ্য শিবির। সোমবার আমতার ঘোড়াবেড়িয়া পঞ্চায়েত এলাকায় একটি স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত গ্রামীণ এই এলাকার প্রায় ২৫০ জনের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় ওষুধপত্রও বিতরণ করা হয়। আইএমএ-র অ্যাসিটেণ্ট ফিনান্স সেক্রেটারি ডাঃ বিবর্তন সাহার নেতৃত্বে ৬ সদস্যের চিকিৎসকদের একটি দল গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুকান্ত পাল।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাষ। পর পর বৃষ্টিতে বেহাল পাহাড়। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুততার সঙ্গে কাজ করছে প্রশাসন। ধসের পাথড় সরিয়ে চলছে রাস্তা পরিস্কারের কাজ। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে পর্যটকদের।

আরও পড়ুন- পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চায় রাজ্য

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version