Sunday, August 24, 2025

লাগাতার বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। এর মধ্যে আবার হাওয়া অফিস জানিয়েছে এখনই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। এদিকে মহানন্দার জলে ভেসে গিয়েছে মালদহের একাধিক এলাকা। পাশাপাশি দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, মেদিনীপুরের একাধিক এলাকা জলমগ্ন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ করছে প্রশাসন।

সোমবার সকাল থেকেই কলকাতায় ছিল আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। বির্পস্ত এলাকাগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে চলছে স্বাস্থ্য শিবির। সোমবার আমতার ঘোড়াবেড়িয়া পঞ্চায়েত এলাকায় একটি স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত গ্রামীণ এই এলাকার প্রায় ২৫০ জনের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় ওষুধপত্রও বিতরণ করা হয়। আইএমএ-র অ্যাসিটেণ্ট ফিনান্স সেক্রেটারি ডাঃ বিবর্তন সাহার নেতৃত্বে ৬ সদস্যের চিকিৎসকদের একটি দল গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুকান্ত পাল।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাষ। পর পর বৃষ্টিতে বেহাল পাহাড়। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুততার সঙ্গে কাজ করছে প্রশাসন। ধসের পাথড় সরিয়ে চলছে রাস্তা পরিস্কারের কাজ। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে পর্যটকদের।

আরও পড়ুন- পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চায় রাজ্য

 

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version