Monday, August 25, 2025

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিকেল কলেজগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগের ছাড়পত্র

Date:

ফের ভয়ঙ্কর রূপ নিতে পারে মারণ ভাইরাস করোনা। তাই আগেভাগেই সতর্কতা হিসেবে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার মেডিকেল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে মেডিকেল কলেজগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের পক্ষে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতিতে প্রতিটি জেলার স্বাস্থ্য প্রশাসনকে অতিমারি রুখত স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়মিত এই প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গত শনিবার বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম বৈঠকে বসেন।

এই বৈঠকে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে কর্মী ঘাটতির প্রসঙ্গ তুলে ধরা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলায় তাদের বাড়তি কত কর্মীর দরকার তা খতিয়ে দেখে অবিলম্বে স্বাস্থ্য সচিব তা জানানোর নির্দেশ দেন। পাশাপাশি, চিকিৎসার অন্য পরিকাঠামোর ঘাটতি থাকলে তাও অবিলম্বে স্বাস্থ্য দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার জন্য মেডিকেল কলেজগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। একেবারেই বাধ্যতামূলক না হলে রোগীদের কলকাতায় রেফার করার প্রবণতা ত্যাগ করতে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চায় রাজ্য

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version