Saturday, August 23, 2025

কেন্দ্রের মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish kumar)। বিহারের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি।

জাতিভিত্তিক শুমারির দাবিতে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ ১১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বৈঠকের পরে নীতীশ কুমার জানিয়েছেন, ‘সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদি।’ প্রধানমন্ত্রী তাঁদের কথা শুনেছেন বলেও জানিয়েছেন নীতীশ।

জাতিভিত্তিক শুমারির দাবিতে মোদির সঙ্গে বৈঠকে নীতীশ কুমার ও তেজস্বী যাদব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি, বিহারের শিক্ষামন্ত্রী বিজয়কুমার চৌধুরি এবং বাম দলগুলোর প্রতিনিধি-সহ ১১টি দলের প্রতিনিধিরা। তেজস্বী যাদব বলেছেন, ‘দেশের স্বার্থেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। এতে সমস্ত গরিব মানুষ উপকৃত হবেন।’ তিনি আরও বলেছেন, ‘যদি পশু ও গাছ সুমারি হতে পারে, তাহলে জাত গণনা হবে না কেন? এই দাবি কেন্দ্রকে মানতেই হবে৷’

আরও পড়ুন- তালিবানি শাসন মেনে নিয়েছি, কিন্তু সমর্থন করি না: হাসমত

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version