ভোরের আলো ফোটার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে নীচে পড়ল লরি। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা (Maheshtala) এলাকার ডাকঘর মোড়ের কাছে। জানা গিয়েছে, আজ সোমবার ফুড কর্পোরেশনের (FCI) একটি লরি (Lori) আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সম্প্রীতি উড়ালপুলের (Sampriti) নীচে পড়ে যায়। জখম হন লরির চালক। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন – পঞ্জশির দখলে রওনা দিল শয়ে শয়ে তালিবান জঙ্গি, তৈরি প্রতিরোধ বাহিনীও
জানা গিয়েছে, ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ একটি গোডাউনে রেশনের সামগ্রী নামিয়ে তারাতলার দিকে যাচ্ছিল ওই লরিটি। এরপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উড়ালপুলের নীচে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি জনবহুল বেশ এলাকা। যেহেতু কাকভোরে দুর্ঘটনাটি ঘটে, তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কারণ, ওই এলাকায় লোকজন তেমন ছিল না। ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটলে বহু প্রাণহানির আশঙ্কা ছিল।
মনে করা হচ্ছে, গাড়িতে যান্ত্রিক কোনও ত্রুটির থাকার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ।