Monday, August 25, 2025

মাটির নীচে ১৩ লক্ষ বছরের পুরনো অস্ত্র-কারখানা!

Date:

Share post:

আদিম মানুষ এবং তাদের বিস্তার, এই নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। প্রাচীনকালে মানুষ কীভাবে বেঁচে থাকতো, কীভাবে শিকার করতো, জীবনযাপন করতো-এই নিয়ে বিস্তর গবেষণা চলছে প্রতিনিয়ত। উঠেও আসছে নতুন নতুন সব অজানা তথ্যও। বিভিন্ন গবেষণা থেকে ধরে নেওয়া হয়েছিল যে, আগুন আবিষ্কারের পূর্ববর্তী আদিম মানুষের উৎপত্তি ৩ লক্ষ বছর আগে। কিন্তু সম্প্রতি এক অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই ধারণা সম্ভবত বদলাতে চলেছে। ওই অস্ত্র উদ্ধারের পর পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলি কমপক্ষে ১৩ লক্ষ বছরের পুরোনো। গবেষকরা অনুমান করছেন, আদিম মানুষ হয়তো ১৩ লক্ষ বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল।

সম্প্রতি মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার কাছেই একটি এলাকায় খননকার্য চলছিল। সে সময়ে ভূগর্ভের নিচে একটি স্থান থেকে বেশ কিছু প্রাচীন অস্ত্রশস্ত্র উদ্ধার করেন গবেষকরা। ফ্রাঙ্কো মরোক্কান প্রিহিস্ট্রি অফ কাসাব্লাঙ্কা নামে এক প্রকল্পের অধীনে এই গবেষণা চলছে। ওই প্রকল্পের অন্যতম পরিচালক আবদার রহিম মোহিব জানিয়েছেন, আফ্রিকায় প্রস্তর শিল্পের আবির্ভাব কোন সময় হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্কের অবসানে এই অস্ত্র উদ্ধার একটি বড় মাপের ঘটনা। এতদিন মরক্কোর অনেকেই মনে করতেন যে, প্রাচীন মানব সভ্যতার শুরু হয়েছিল ৩ লক্ষ বছর আগে। কিন্তু এই অস্ত্র উদ্ধার সেই ধারণায় বদল আনতে চলেছে। খনন কাজ চলাকালীন গবেষকরা মাটির নিচে একটি অস্ত্র তৈরির জায়গা খুঁজে পেয়েছেন। সেখানে পাথরের বেশ কয়েকটি কুড়াল উদ্ধার হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, ওই কুড়ালগুলি ১৩ লক্ষ বছরের পুরানো। গবেষকদের দাবি, এই আবিষ্কার আদিম সভ্যতার প্রকৃত বয়স সম্পর্কে ধারণা বদলে দেবে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিকেল কলেজগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগের ছাড়পত্র

advt 19

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...