Friday, August 22, 2025

সিএনজি বাস পরিষেবা নিয়ে এবার বাস মালিক সংগঠনের চিঠি পরিবহণমন্ত্রীকে

Date:

সিএনজি বাস পরিষেবা নিয়ে এবার বাস মালিকদের সংগঠন চিঠি দিল পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে। বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে সোমবার তিন পাতার একটি দাবিপত্র পাঠানো হয়েছে পরিবহণমন্ত্রীকে। দাবিপত্রের অনুলিপি দেওয়া হয়েছে পরিবহণ সচিবকেও। দাবিপত্রের বিষয়ে উল্লেখ করা হয়েছে দু’টি বিষয় ১)বিজ্ঞানভিত্তিক বাস ভাড়া বৃদ্ধি ও ২) সিএনজি/ ইলেকট্রিক বাস।
দাবিপত্রের ছত্রে ছত্রে প্রশ্নের মুখে ফেলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পরিবহণ নীতিকে। দাবিপত্রে লেখা হয়েছে, ‘সিএনজি/ ইলেকট্রিক বাসের কথা বলা হয়, এবং এই বাসের কী দাম এবং কী ভাবে তার ইএমআই দেওয়া যাবে, সরকারকে ভাবতে হবে। সার্বিক পরিকাঠামো তৈরি না করে এই ধরনের সিদ্ধান্ত নিলে বেসরকারি পরিবহণ অবশ্যই হারিয়ে যাবে।’

আরও পড়ুন- কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গলকে রেখেই নতুন সূচি প্রকাশ আইএফএর
নতুন সিএনজি/ইলেকট্রিক বাস চালানো শুরু হলে বর্তমানে যে সব বেসরকারি বাস রয়ে গিয়েছে, তা নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী হবে তা নিয়েও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, আবেদনের সুরে লেখা হয়েছে, ‘জ্বালানির খরচ যদি কমে, সমাজ যদি দূষণমুক্ত হয় অবশ্যই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কিন্তু তার আগে দেখতে হবে হাজার হাজার বাস মালিক হারিয়ে যেন না যান।’ বিজ্ঞানভিত্তিক উপায়ে যাতে সরকার বর্তমানে বাসভাড়া বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করে, সে ব্যাপারেও আবেদন করা হয়েছে।দাবির আকারে মোট ১১টি বিষয় জানতে চাওয়া হয়েছে পরিবহণমন্ত্রী কাছে।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version