বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের

বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিক্ষোভ মিছিল করল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ। প্রায় হাজার খানেক লোক এই বিক্ষোভ সমাবেশে জড়ো হন। ময়নাগুড়ির শহর পরিক্রমা করার পর নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে তারা। সমাবেশের প্রধান বক্তা ছিলেন নমঃশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি পার্থ বিশ্বাস, রাজ্য সভাপতি শচীদানন্দ মল্লিক, জেলা সভাপতি শরত মন্ডল, জেলা সম্পাদক ব্রজেশ্বর মল্লিকসহ আরও অনেকে।

নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন, নব্বইয়ের দশকে বাংলা ভাগের নামে উত্তরবঙ্গে একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছিল। অনেক রক্ত ক্ষয় হয়েছে। জাতি বিদ্বেষ সৃষ্টি করা হয়েছিল। বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজের ফলে বিপথগামীরা নিজেদের ভুল বুঝতে পেরে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি বাংলাকে অশান্ত করার জন্য বাংলা ভাগের আন্দোলনকে সামনে আনার চক্রান্ত করছে। আমরা সেটা সফল হতে দেব না। বাংলা ভাগের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে।

আরও পড়ুন- এবার রাতের কলকাতায় সিসিটিভির মাধ্যমে পুলিশের ওপর লক্ষ্য রাখবে লালবাজার!

advt 19