এবার পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। অভিযোগ ছিল, মুকুন্দপুরে এক জমির লাগোয়া পুকুর বেআইনিভাবে ভরাট চলেছে। এই অভিযোগ পেয়েই পুরসভা ওই জমির গেটে টাঙিয়ে দিয়েছে কাজ বন্ধ করার নোটিস।

পূর্ব যাদবপুর থানাকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছে কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, আইনি প্রক্রিয়া চলবে। অভিযোগ প্রমাণ হলে শাস্তিও হবে৷ যত বড়ই নেতা হোক না কেন, পুকুর ভরাট করতে দেব না।

আরও পড়ুন-কেন আটকে জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের কাজ?

মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালের পাশের একটি জলাভূমি রাবিশ ফেলে ভরাটের অভিযোগ সামনে আসে। পুরসভা বিষয়টি পূর্ব যাদবপুর থানাকে জানায়। পুলিশ গিয়ে কাজ বন্ধ করে৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে৷ এলাকা পরিদর্শনে যান পুলিশ ও পুরসভার আধিকারিকরা।

