করোনা আবহে আগামী বছরের জন্যও মাধ্যমিকের সিলেবাস কমিয়ে দিলো পর্ষদ

গত দু’বছর ধরে করোনা আবহে স্কুল-কলেজগুলি এখনও বন্ধ। ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক দিতে পারেনি পড়ুয়ারা। এখনই ভাবে দিতে পারেনি উচ্চ মাধ্যমিকও। বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও একই দশা।

তাই সবদিক চিন্তাভাবনা করে আগামী বছর মাধ্যমিকে সিলেবাস কমিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম ভাষা-সহ সমস্ত বিষয়ে সিলেবাস কমল ৩০ থেকে ৩৫ শতাংশ। নয়া সিলেবাসে কোন কোন বিষয়ে কোন অধ্যায় থাকছে, সেটাও জানিয়ে দেওয়া হল পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন- স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডাঃ সুহৃতা পাল

advt 19

 

Previous articleস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডাঃ সুহৃতা পাল
Next articleমায়ের চিকিৎসার জন‍্য শহরে টোকিও অলিম্পিক্সের পদক জয়ী লভলিনা বড়গোহাঁই