Monday, November 3, 2025

হাইকোর্টে PAC মামলা, পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর

Date:

Share post:

প্রথা অনুসারে বিধানসভায় (Assembly) পিএসি (PAC) চেয়ারম্যান বিরোধী দল থেকেই নিযুক্ত করা হয়। একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পর কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) বিধায়ক (MLA) মুকুল রায়কে (Mukul Roy) পিএসি চেয়ারম্যান করা হয়েছে। যিনি অবশ্য বিজেপির পদ্ম প্রতীকে দাঁড়িয়েই জয়ী হয়েছেন। কিন্তু বিজেপির দাবি, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করায় বিধানসভার ঐতিহ্য ভঙ্গ হয়েছে। কারণ, ভোটের ফলাফলের ঠিক পরেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। এবং এই মর্মে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা করেছিল বিজেপি। আজ, মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে বেলা ১২ নাগাদ এই মামলার শুনানি হয়।

এদিন শুনানির শুরুতেই কল্যাণীর বিজেপি বিধায়ক তথা মামলাকারী অম্বিকা রায়ের (Ambika Roy) আইনজীবী বিএস বৈদ্যনাথন সওয়াল শুরু করেন। আদালতকে তিনি জানান, তৃণমূলে এসে সরকারি ভাবে বিজেপি থেকে ইস্তফা দেওয়ার আগেই মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়। এটা সংবিধানের দশম তফসিল লঙ্ঘন করে। এতে ৫৪ বছর ধরে বিরোধী দলের নেতাকে পিএসি চেয়ারম্যান করার ঐতিহ্যও লঙ্ঘিত হয়েছে। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী এ দিন কোনও সওয়াল করেননি।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের একচেটিয়া বেসরকারিকরণের বিরুদ্ধে সরব তৃণমূল

সওয়াল-জবাবের পর আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন দুই বিচারপতির বেঞ্চ। তার আগে মুকুল রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

advt 19

 

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...