“বন্ধুর নাম সুদীপ” ট্যুইট নিয়ে ত্রিপুরা তোলপাড়

একটি টুইট। অ্যাকাউন্টের নাম “বন্ধুর নাম সুদীপ।” সঙ্গে ছবি বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণের। তাতে যা লেখা তার সবটাই বিজেপির বিরুদ্ধে। এ নিয়ে ঝড় উঠেছে ত্রিপুরায়। প্রশ্ন উঠেছে এটি কার অ্যাকাউন্ট?

এতে যা লেখা হয়েছে তার মূল কথা, ত্রিপুরায় বিজেপি ভাঘছে। বহু বিধায়ক দল ছাড়ছেন। শিগগিরই আস্তাবল মাঠে সভা। বিপ্লব দেব সরকার পুরো মেয়াদ যাবে না।

উল্লেখ্য, ত্রিপুরায় চলছে বিজেপির দুই শিবিরের লড়াই। সুদীপ রায়বর্মণের শিবিরের খবর ছিল, বিপ্লব দেবকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করবে দিল্লি। কিন্তু বিপ্লব দেব দিল্লি ঘুরে আসার পর সেই জল্পনা লাটে উঠেছে। তাঁর শিবির বলছে বদলের কোনো গল্পই নেই। সুদীপ শিবির চাপ বাড়াচ্ছে। এখনও মনে করছে অগাস্টের মধ্যেই বদল হবে। এনিয়ে ত্রিপুরা বিজেপি আড়াআড়িভাবে বিভক্ত। এই অবস্থায় এমন একটি টুইট আগুনে ঘি ঢেলেছে। সুদীপশিবির বলছে এটা তাঁরা করেননি। বিপ্লবশিবির বলছে এইভাবে বিরোধীদের পালে হাওয়া দেওয়া হচ্ছে। তবে রাতের খবর, টুইট যে বা যারাই করুক, তার কিছু ভিত্তিজনিত তৎপরতা নজরে আসছে। বাস্তব হল রাজ্যের মানুষ আর বিজেপিকে চাইছেন না অনুভব করে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অন্যরকম ভাবছেন।

আরও পড়ুন- বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের

এর মধ্যে সিপিএম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তৃণমূলের উপর বিজেপির হামলার নিন্দা করায় বিজেপির একাংশ মানিকবাবুর তীব্র সমালোচনা শুরু করেছে। মানিকবাবু তৃণমূলকর্মীদের সাহসের প্রশংসা করায় তা এখন জোরদার চর্চার বিষয় হয়ে গিয়েছে।