কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান (Chairman) পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। মঙ্গলবার, তাঁর বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব। অস্থায়ী ভাবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান (Vice Chairman)।

কাঁথি সমবায় ব্যাঙ্কের মোট ১৮ ডিরেক্টরের (Director) মধ্যে ১০ জন এদিন ভোটাভুটিতে হাজির হন। তাঁদের সবাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ফলে শেষপর্যন্ত পরাজিত হন শুভেন্দু।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের (Bank) কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। এদিন দুপুর বারোটার পর ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের কথা ঘোষণা করেন ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান। তাঁর অভিযোগ, গত চারমাস ধরে ব্যাঙ্কের পদ আঁকড়ে ছিলেন শুভেন্দু। এতে ঋণ দেওয়া-সহ ব্যাঙ্কের গ্রাহকদের বিভিন্ন কাজ আটকে ছিল।

