Monday, August 25, 2025
হাতে ছিলো ব্যাট-বল। এখন স্বয়ংক্রিয় রাইফেল। ভাবা যায়! এক আফগান ক্রিকেটারের তালিবান নেতা হওয়ার গল্প।
আব্দুল্লাহ মাজারি। আফগানিস্তানে তালিবানি জঙ্গলরাজ শুরু হওয়ার মুখে খবরের শীর্ষে এই ক্রিকেটার। দেশের প্রাক্তন বাঁহাতি আর্থডক্স স্পিনার।
একটা চলতি প্রবাদ মাজারির ক্ষেত্রে যথাযথ। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। বছরখানেক আগেও ছিলেন পেশাদার ক্রিকেটার।
দেশের কাগজে অবশ্য মাজারির ক্রিকেটার থেকে তালিবানি হওয়া নিয়ে বেশ কয়েকটি খবর হয়েছে। কারণ, মাজারির ফেসবুক পোস্ট। জন্মভূমিতে ইসলামিক শাসন ব্যবস্থা ফিরে আসবে — ফেসবুকে এমন  পোস্ট করার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তারপর আরও বেশ কয়েকবার একই কারণে।
আশির দশকে আফগান মাজার ই শরিফে জন্ম। মাজারির ক্রিকেট ক্যারিয়ারের শুরু চলতি শতাব্দীর গোড়ায়। টানা কয়েক মরশুম খেলেছেন পাকিস্তানের কায়েদ এ আজম ট্রফিতে। প্রথম ও দ্বিতীয় স্তর শেষে শিয়ালকোটের হয়ে ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক এই বাঁহাতি অর্থডক্স স্পিনারের। সে বছরই ফেরেন জন্মভূমিতে। ২০১০-এ অভিষেক হয় আফগানিস্তানের হয়ে। কিন্তু  কেনিয়া সফরেই খেলে ফেলেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। মাত্র দুটি ওয়ান ডে খেলে দুটি উইকেট। তবে ঘরোয়া ক্যারিয়ার খারাপ নয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে ৬৪ উইকেট, লিস্ট এ’তে ১৯ ম্যাচে ২৬ উইকেট আর ১৩টি টি-২০ তে  ঝুলিতে ২৬ উইকেট। আছে, তিক্ত অভিজ্ঞতাও। ২০১৮ সালে আফগানিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে এক ওভারে ৬ ছক্কা সহ ৩৭ রান দেন। শুধু তাই নয়, এই গত বছরেও স্প্যাগিজা ক্রিকেট লিগ খেলেছেন। পরে কোনও দল না পাওয়ায় পাকিস্তানে ফিরে যান মাজারি।
ইসলামাবাদে ফিরে শুরু করেন জমির ব্যবসা। এইসময় জড়িয়ে পড়েন তালিবানি রাজনীতিতে। ক্রিকেট মাঠে অল্প সফল  আব্দুল্লাহ মাজারি এখন তালিবানি নেতার পরিচয়ে বেশ খুশি।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version