Thursday, August 21, 2025

‘ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল’ : দেবব্রত সরকার

Date:

অবশেষে মিটল সমস্যা। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের( Mamata Banerjee) মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের( EastBengal)। বুধবারই যখন মুখ‍্যমন্ত্রী বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree Cement) এবং ইস্টবেঙ্গলকে নবান্নে বৈঠকে ডাকেন, তখনই বোঝা যাচ্ছিল সমস‍্যার সমাধান হয়ত এবার হতে চলেছে। আর হলও তাই। মুখ‍্যমন্ত্রী বুধবার নবান্নে সাংবাদিক সম্মলনে বললেন, আইএসএল খেলছে এসসি ইস্টবেঙ্গল। আর লাল-হলুদের স্পনসোর হিসাবে থাকছে শ্রী সিমেন্ট।

ক্লাবের পক্ষ থেকে এদিন বলা হয়,”পুরোনো টার্মশিটই এবার প্রযোয‍্য হচ্ছে। অর্থাৎ পুরনো চুক্তিতেই খেলবে ইস্টবেঙ্গল। অর্থাৎ ক্লাব হস্তান্তরের যে ব্যাপারটা নিয়ে গোড়া থেকেই সমস্যা দেখা দিয়েছিল, তা নাকি আপাতত মিটে গিয়েছে।

এদিন এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ” ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল। আগের চুক্তিতেই আমরা আইএসএল খেলছি। মুখ‍্যমন্ত্রী অনেক ধন‍্যবাদ। লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থকের কথা ভেবে মুখ্যমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় জট খুলেছে।”

সামনেই ৩১ আগস্ট। শেষ হবে ট্রান্সফার উইন্ডো। হাতে সময় কম। এর মধ‍্যে দল কীভাবে তৈরি হবে? এর জবাবে দেবব্রত সরকার বলেন,” অজিত বন্দ্যোপাধ্যায় একটা দল তৈরি করে রেখেছেন। যদি শ্রী সিমেন্ট চায়, তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত। দল গড়ার জন্য আমাদের প্রাক্তন ফুটবলাররাও সাহায্য করতে পারেন।”

শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। ৩১ আগস্ট ভবানীপুরের সঙ্গে প্রথম ম‍্যাচ এসসি ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল কি কলকাতা লিগ খেলবে? এর জবাবে লাল-হলুদের শীর্ষ কর্তা বলেন,” কলকাতা লিগ একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। আমরা চাই কলকাতা লিগ খেলুক দল। আমরা ওদের সঙ্গে এই ব‍্যাপারে কথা বলব।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের, খেলবে আইএসএল

 

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version