Friday, November 7, 2025

‘ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল’ : দেবব্রত সরকার

Date:

অবশেষে মিটল সমস্যা। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের( Mamata Banerjee) মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের( EastBengal)। বুধবারই যখন মুখ‍্যমন্ত্রী বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree Cement) এবং ইস্টবেঙ্গলকে নবান্নে বৈঠকে ডাকেন, তখনই বোঝা যাচ্ছিল সমস‍্যার সমাধান হয়ত এবার হতে চলেছে। আর হলও তাই। মুখ‍্যমন্ত্রী বুধবার নবান্নে সাংবাদিক সম্মলনে বললেন, আইএসএল খেলছে এসসি ইস্টবেঙ্গল। আর লাল-হলুদের স্পনসোর হিসাবে থাকছে শ্রী সিমেন্ট।

ক্লাবের পক্ষ থেকে এদিন বলা হয়,”পুরোনো টার্মশিটই এবার প্রযোয‍্য হচ্ছে। অর্থাৎ পুরনো চুক্তিতেই খেলবে ইস্টবেঙ্গল। অর্থাৎ ক্লাব হস্তান্তরের যে ব্যাপারটা নিয়ে গোড়া থেকেই সমস্যা দেখা দিয়েছিল, তা নাকি আপাতত মিটে গিয়েছে।

এদিন এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ” ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল। আগের চুক্তিতেই আমরা আইএসএল খেলছি। মুখ‍্যমন্ত্রী অনেক ধন‍্যবাদ। লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থকের কথা ভেবে মুখ্যমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় জট খুলেছে।”

সামনেই ৩১ আগস্ট। শেষ হবে ট্রান্সফার উইন্ডো। হাতে সময় কম। এর মধ‍্যে দল কীভাবে তৈরি হবে? এর জবাবে দেবব্রত সরকার বলেন,” অজিত বন্দ্যোপাধ্যায় একটা দল তৈরি করে রেখেছেন। যদি শ্রী সিমেন্ট চায়, তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত। দল গড়ার জন্য আমাদের প্রাক্তন ফুটবলাররাও সাহায্য করতে পারেন।”

শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। ৩১ আগস্ট ভবানীপুরের সঙ্গে প্রথম ম‍্যাচ এসসি ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল কি কলকাতা লিগ খেলবে? এর জবাবে লাল-হলুদের শীর্ষ কর্তা বলেন,” কলকাতা লিগ একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। আমরা চাই কলকাতা লিগ খেলুক দল। আমরা ওদের সঙ্গে এই ব‍্যাপারে কথা বলব।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের, খেলবে আইএসএল

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version