টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জয় করে ইতিহাস রচনা করেছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া( Neeraj Chopra)। স্বাভাবিক ভাবেই তাকে নিয়ে উচ্ছাস আবেগে ভাসছে গোটা ভারতবাসী। দেশে ফেরার পর একের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। আর এতেই নাকি প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে নীরজের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই বললেন ভারতের সোনার ছেলে।

এক সংবাদমাধ্যমে নীরজ বলেন,” এত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছি যে আমার জ্বর চলে এসেছিল। অনুষ্ঠানে থাকার সময় গরমে ঘাম ঝড়ত আমার। তারপর আমাকে এসি গাড়িতে করে দিয়ে আসা হত। আমি কোন বিশ্রাম পাচ্ছিলাম না। ব্যস্ত রুটিনের কারণে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছিল না।”

এখানেই না থেমে নীরজ আরও বলেন,” এমন হওয়া উচিত নয় যে, পদক এসে গিয়েছে এবার সব করব। তারপর একমাস পর ক্রীড়াবিদদের ভুলে যাব। আবার চার বছর পর মনে করব। আমি চাই সারা বছরই মানুষ মনে রাখুক। আমার পরিকল্পনা ছিল ডায়মন্ড লিগে অংশগ্রহণ করব। কিন্তু অলিম্পিক্স থেকে আসার পর এত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছি যে, অনুশীলন করতে পারনি। ফিটনেসের অভাব হচ্ছে। তাই এই টুর্নামেন্টে অংশ নেব না।”

আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগে কি ফিরছেন রোনাল্ডো? জল্পনা তুঙ্গে

