পাহাড়ে প্রবল বর্ষণ , হাতিনালার জলের স্রোতে ভাঙলো লাল পুল

ভুটান পাহাড়ের ও ডুয়ার্সে রাতভর প্রবল বৃষ্টি হচ্ছে । ফলে জল বেড়েছে হাতিনালায়। হাতিনালার জলের স্রোতে ভেঙ্গে পড়লো গয়েরকাটা থেকে হলদিবাড়ি চা বাগান হয়ে বিন্নাগুড়ি যাওয়ার রাস্তায় অবস্থিত লাল পুল। জলের তোড়ে পুরোপুরি ভেঙ্গে পড়েছে এই লাল পুল। ফলে সমস্যায় পড়েছে পথ চলতি প্রচুর মানুষ। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাতি নালার ওপর দিয়ে যাতায়াত। এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক এসে পৌঁছয়নি। ঘুর পথে যাতায়াত করছে গাড়ি । গতকাল রাতে ডুয়ার্সে বৃষ্টির পরিমাণ কম হলেও ভুটান পাহাড়ে অতিভারি বৃষ্টি ফলে, ভুটান পাহাড়ের জল নেমে আসে বানারহাটের হাতি নালায়। আর এই জলের বেগ এতটাই ছিল যে হাতি নালার ওপর লাল পুল ভেঙে যায় । এলাকাবাসীদের অভিযোগ প্রতিবছর বৃষ্টিতে হাতিনালার জলে ক্ষতিগ্রস্ত হয় বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা। ডুয়ার্সের আকাশে এখনো কালো মেঘ থাকায় ফের একবার ভারি বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি বাড়ে তবে দুর্ভোগ বাড়বে বলে মনে করছেন এলাকাবাসীরা। এদিন দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট দফতরের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি। শেষে বানারহাট ট্রাফিক গার্ড ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তরফে রাস্তার দুইদিক ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।

advt 19