Monday, August 25, 2025

বিশ্বভারতীর উপাচার্যর বাড়ি তিন দিন ধরে ঘেরাও করে রাখার হুঙ্কার অনুব্রতর

Date:

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি তিন দিন ধরে ঘেরাও করে রাখার হুঙ্কার দিলেন অনুব্রত । বুধবার অনুব্রতের বাড়িতে যান বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে গঠিত সংগঠন ভিবিইউএফএ (বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন)-র সদস্যরা। সূত্রে খবর, তাঁরা অনুব্রতের কাছে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সংগঠনের সদস্যরা উপাচার্যের ‘স্বৈরাচারী’ মনোভাবের বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও জানান অনুব্রতকে।

ভিবিইউএফএ-এর আন্দোলনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, ‘‘ভিসি-কে বাড়িতে ঘেরাও করব। তৃণমূল কংগ্রেস পুরো সাপোর্ট করব।’’ অনুব্রতর মতে, ‘‘উনি যে ভাবে আরম্ভ করেছেন, বিশ্বভারতী বন্ধ রেখে একেবারে জঞ্জালে ভর্তি হয়ে গিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নয়।’’ পাশাপাশি তাঁর ব্যাখ্যা, ‘‘পাগল ভিসি তো। ওঁর পাগলামিটা ছাড়াতে হবে। কী ভাবে ছাড়াতে হয় সেটা আমরা জানি।’’ঘেরাওয়ের তারিখ নিয়ে রহস্য জিইয়ে রেখে তাঁর হুঁশিয়ারি, ‘‘২ তারিখের পর যে কোনও এক দিন শুরু করব। একনাগাড়ে তিন দিন ঘেরাও করে রাখব। পারলে আটকাবেন।’’

আরও পড়ুন – তফশিলি-অনগ্রসর কল্যাণে বাড়ল বাজেট, চাকরিতে আরও সংরক্ষণ: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অধ্যাপক সংগঠন VBUFA সদস্যরা জানান, বিশ্বভারতীর উপাচার্যের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে তারা সমস্ত রাজনৈতিক দলেরই দ্বারস্থ হচ্ছেন। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন। এদিন VBUFA সদস্যদের সঙ্গে ছাত্রদেরও একজন প্রতিনিধি ছিলেন।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version