Sunday, February 1, 2026

রবীন্দ্র সরোবর নতুনভাবে সাজিয়ে তুলতে চলেছে রাজ্য, গড়ছে বিশেষজ্ঞ কমিটি

Date:

Share post:

নতুনভাবে সেজে উঠতে চলেছে রবীন্দ্র সরোবর চত্বর। পরিবেশ রক্ষায় সরোবরের জলাশয় ও গাছগাছালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রবীন্দ্র সরোবরের দায়িত্ব পুর ও নগরোন্নয়ন দফতরের৷ কেএমডিএ এই কাজ করে৷ সিদ্ধান্ত হয়েছে, তারাই ধাপে ধাপে সাজিয়ে তুলবে রবীন্দ্র সরোবরকে।

সূত্রের খবর, সরোবরের সৌন্দর্যায়নের পরিকল্পনা করতে ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্য এই কমিটির প্রধান৷ কমিটির সদস্যরা ইতিমধ্যে রবীন্দ্র সরোবর পর্যবেক্ষণ করেছেন। কোথায় কোথায় নতুন ধরনের গাছ লাগানো যাবে, ফাঁকা বা আগাছা ভরা জায়গাগুলিকে কীভাবে পরিকল্পনার আওতায় আনা যাবে, এসব আলোচনা করেছে ওই কমিটি৷ আপাতত স্থির হয়েছে, নিউটাউনের ইকো পার্কের ধাঁচে এখানেও বাটারফ্লাই গার্ডেন এবং ওষধি গাছের বাগান করা হবে। সাজিয়ে তোলা হবে ‘লিলিপুল’ বা শিশুদের পার্কটি। সরোবর চত্বর মর্নিং ওয়াকারদের প্রিয় জায়গা। সারাদিনে বহু মানুষ এখানে আসেন৷ সবার কাছে এই সরোবর এবং সংলগ্ন এলাকাকে আরও আকর্ষণীয় ও পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য৷

আরও পড়ুন-বঙ্গে ফিকে হচ্ছে বিজেপি! সাংগঠনিক বৈঠক সূত্রে প্রকাশ

রবীন্দ্র সরোবরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানকার জীব বৈচিত্রও। আমফান, ইয়াস-সহ কয়েকটি ঘূর্ণিঝড়ে এই চত্বরের যেসব বড় গাছ পড়ে গিয়েছে, সেগুলির গুঁড়ি বা মাটিতে বসে থাকা অবশিষ্ট কাণ্ডকে ব্যবহার করা হবে সৌন্দর্যায়নের কাজে। হস্তশিল্পীদের দিয়ে গাছের অবশিষ্ট অংশকে সুদৃশ্য মডেলের রূপ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার সেরা পুজোগুলির দুর্গাপ্রতিমা রাখা হয় রবীন্দ্র সরোবর চত্বরের একাংশে। এই অংশের নাম ‘মা ফিরে এলো’। তার পাশেই রয়েছে শিশুদের জন্য লিলিপুল৷ এই জায়গাগুলিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে। এই পরিকল্পনা রূপায়ণের জন্য বৈঠক করেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কেএমডিএর চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন, “রবীন্দ্র সরোবরে নিয়মিতই গাছ লাগানো হয়। এখন থেকে তা করা হবে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে। এখানে একটি বাটারফ্লাই গার্ডেন করা হবে। হরেক রকম প্রজাপতি আসবে সেখানে। ওষধি গাছের বাগানও করা হবে। তবে সবটাই করা হবে সরোবরের প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখেই।”

advt 19

 

spot_img

Related articles

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...