Monday, August 25, 2025

“দেশ বাঁচাবে মমতা”, প্রতিষ্ঠা দিবসের আগে তৃণমূল ছাত্র পরিষদের ভিডিও প্রকাশ

Date:

করোনা আবহে গত বছরের মতো এবারও ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের (Foundation Day) মূল অনুষ্ঠান ভার্চুয়াল হবে। মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্য রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abishek Banerjee)। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় কর্মসূচি। তিনি নিজেও ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতির মূল স্রোতে পা রেখেছিলেন। তাই প্রতি বছরই ২৮ অগাস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে খুব সাড়ম্বরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করেন মুখ্যমন্ত্রী। যদিও গত বছর তা ভার্চুয়ালি হয়। এবারও তাই।

দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তৃণমূল সুপ্রিমোর তাঁর প্রিয় ছাত্র-যুবদের জন্য ভার্চুয়ালি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ রাজ্য নেতৃত্ব গোটা রাজ্য চষে ফেলেছেন। ২৮ অগাস্টকে সামনে রেখে প্রতিটি জেলায় জেলায় প্রচার করেছেন তাঁরা। মূলত এবার প্রতিষ্ঠা দিবসে ডিজিটাল প্লাটফর্মকে হাতিয়ার করছে তৃণমূল ছাত্র নেতৃত্ব। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ”দেশ বাঁচাবে মমতা” টিজার লঞ্চ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যেখানে গান গেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পূরব চক্রবর্তী। এছাড়াও এবারের ২৮ অগাস্টের জন্যে জেলায় জেলায় গান বেঁধেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রতিটি জেলার সিগনেচার টিউন হিসাবে যা ব্যবহার হচ্ছে। ভার্চুয়ালি এবারের কর্মসূচীকে ট্রেন্ডিং করতে চায় জোড়া ফুল শিবির।

অন্যদিকে, ২৮ অগাস্টের অনুষ্ঠান নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন দলের সমস্ত তারকা বিধায়করা-সাংসদরা। রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, নুসরত জাহানের মতো তারকারা ইতিমধ্যেই দলীয় কর্মসূচীতে তাদের বক্তব্য জানিয়েছেন।

আরও পড়ুন:ডোমের পরীক্ষায় ৩৫ এর মধ্যে ৩৪ নম্বর পেয়ে প্রথম রাজ মল্লিক,আছেন স্নাতকোত্তর–ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও!

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version