টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo paralympics) ক্লাস ফোর টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভাবীনাবেন প্যাটেল(Bhavnaben Patel)। এদিন তিনি হারালেন ব্রাজিলিয়ান প্রতিপক্ষ জয়েস ডি অলিভিয়েরাকে। ম্যাচের ফলাফল ১২-১০, ১৩-১১, ১১-১৬। মাত্র ২৩ মিনিটের লড়াইয়ে ম্যাচ বের করে নেন ভাবীনাবেন।

ম্যাচ জয়ের পর ভাবীনাবেন বলেন,”আমার কোচ আমায় প্রতিপক্ষের শরীর লক্ষ্য করে সেইদিকেই খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে নিজের খেলাটা খেলেছি। আমাদের পরবর্তী ম্যাচে আমাকে বিশ্বের দুই নম্বরের বিরুদ্ধে খেলতে হবে। সুতরাং, নিজের খেলার প্রতি প্রবল মনসংযোগ দেওয়ার দরকার। আশা করছি আমি জিতব। সেমিফাইনালের টিকিটও পাকা করব।”

আরও পড়ুন:জুভেন্তাস ছাড়ছেন রোনাল্ডো, পরবর্তী গন্তব্য ম্যানসিটি! জল্পনা তুঙ্গে
