Saturday, August 23, 2025

কাবুল বিমানবন্দরের বাইরে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু বেড়ে হয়েছে ১০০-র বেশি৷ মৃতের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছে৷ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস৷
এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি সাফ জানান, প্রেসিডেন্টের গদিতে তিনি থাকলে কোনও বিস্ফোরণই ঘটত না৷
প্রেসিডেন্ট থাকাকালীন তালিবানের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন ট্রাম্প৷ তখনই ঠিক হয়েছিল, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবে আমেরিকা৷ প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্প সরে গেলেও জো বাইডেন ওই প্রক্রিয়া জারি রাখেন৷ এদিকে মার্কিন সেনা সরে যেতেই ফের মাথাচাড়া দিয়ে ওঠে তালিবান৷ একের পর এক প্রদেশের দখল নিতে শুরু করে তারা৷ গত ১৫ অগস্ট বিনা যুদ্ধে কাবুলের দখল নেয় তালিবান জঙ্গিরা৷ পতন হয় আসরাফ ঘানি সরকারের৷

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! অধ্যাপকের বিরুদ্ধে FIR

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই ধারাবাহিক জোরাল বিস্ফোরণ ঘটানো হয়৷ আফগানিস্তান সঙ্কট নিয়ে এমনিতেই দেশের ভেতর প্রবল চাপে জো বাইডেন সরকার৷ তার উপর এই বিস্ফোরণে মার্কিন সেনার মৃত্যু প্রশাসনকে সমালোচনার মুখে ঠেলে দিয়েছে৷

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হামলাকারীদের খুঁজে বের করে পাল্টা জবাব দেওয়া হবে৷ যারা এই হামলা চালিয়েছে তাদের আমরা ক্ষমা করব না৷ আমরা ভুলব না৷ জেনে রাখুন, আমরা আপনাদের খুঁজে বের করবই৷ পাল্টা জবাব দেব৷’
পাল্টা বিবৃতি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা ঘটতই না যদি আমি আপনাদের প্রেসিডেন্ট থাকতাম৷ আমেরিকা তাদের বীর সেনাদের হারিয়ে শোকস্তব্ধ৷ দেশের সেবায় কর্তব্য পালন করতে গিয়ে মার্কিন সেনারা প্রাণ হারিয়েছেন৷ দেশ তাদের আত্মত্যাগকে মনে রাখবে৷

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version